1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

সমন্বিত তিন ব্যাংকের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা, যে যে কাগজপত্র জমা দিতে হবে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত তিনটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)’–এর ৩৬টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৫৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৯ সেপ্টেম্বর শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবন), মতিঝিল, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ে রিপোর্ট করতে হবে। বিলম্বে রিপোর্ট করার কোনো কারণ কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না।প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ও অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যের সমর্থনে প্রমাণক দলিলাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার আগে মৌখিক পরীক্ষার বোর্ডের সহযোগী সদস্যদের কাছে জমা দিতে হবে।

যেসব কাগজপত্র জমা দিতে হবে:

১. পরিচালক (বিএসসিএস) ও সদস্যসচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ পদে আবেদনের সমর্থনে দলিলাদি জমাদান বিষয়ে প্রার্থীর স্বাক্ষরযুক্ত নিজ হাতে লিখিত আবেদনপত্র।

২. সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

৩. সংশ্লিষ্ট পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র।

৪. আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক সাম্প্রতিক সময়ে ইস্যু করা জাতীয়তা সনদ/নাগরিক সনদ (বিবাহিত নারী প্রার্থীরা তাঁদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন।)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme