কারিগরি ছাত্র আন্দোলনের ‘রেল ব্লকেড’ কর্মসূচি আপাতত শিথিল
আজ বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ (কাছাআব) তাদের ঘোষিত ‘রেল ব্লকেড’ কর্মসূচি শিথিল করার ঘোষণা দিয়েছে। ছয় দফা দাবিতে ডাকা এই কর্মসূচি আপাতত স্থগিত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিশেষ এক বার্তায় কাছাআব জানিয়েছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এবং শিক্ষা উপদেষ্টার আহ্বানে আজ তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক চলাকালীন রেল অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বেলা ১২টার কিছু আগে কাছাআবের একটি প্রতিনিধিদল সচিবালয়ে পৌঁছে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে ঢোকে। শিক্ষার্থীরা জানিয়েছেন, বৈঠকের ফলাফল না আসা পর্যন্ত তারা কর্মসূচি স্থগিত রেখেছেন।
এর আগে, গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। এতে রাজধানীর তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় চরম যানজট দেখা দেয়। একই দিন রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।
ছাত্রদের ছয় দফা দাবিগুলো হলো:
ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল ও ৩০% কোটা প্রত্যাহার।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ এবং আন্তর্জাতিক মানের কারিকুলাম চালু।
ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ নিশ্চিত ও ব্যত্যয়ের বিরুদ্ধে ব্যবস্থা।
কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ ও দক্ষ শিক্ষক নিয়োগ।
স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংস্কার কমিশন গঠন।
পলিটেকনিক পাস শিক্ষার্থীদের জন্য উন্নত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নতুন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি সুযোগ বৃদ্ধি।
দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে সিলেট, নড়াইলসহ অন্যান্য অঞ্চলেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
কাছাআবের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করে পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে।