সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সীমান্তবর্তী হিজলদী এলাকায় গতকাল শুক্রবার একটি সাপ পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, সাপটি বিষধর রাসেলস ভাইপার।
প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম বলেন, ‘গতকাল সকাল ১০টার দিকে আমি বিলে যাই। গিয়ে দেখি, ঘাসের ওপর ফেসবুকে ভয়ংকর রাসেলস ভাইপার সাপের যে বর্ণনা ও ছবি দেওয়া হচ্ছে, তেমন একটি সাপ। পরে লোকজনকে নিয়ে সাপটি পিটিয়ে মেরে ফেলেছি।
মনিরুল ইসলাম আরও বলেন, কিছুদিন আগেও একই এলাকায় একজোড়া সাপ দেখা যায়। তবে তা মারা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, রাসেলস ভাইপার নামের সাপটিকে পিটিয়ে মেরেছেন এলাকাবাসী। পরে মরা সাপটি হিজলদী গ্রামের সীমান্ত-সংলগ্ন এলাকায় মাটি চাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় আতঙ্ককে আছেন এলাকাবাসী।
সাতক্ষীরার সিভিল সার্জন আবদুস সালাম জানান, সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য ২০ ভাওয়েল অ্যান্টিভেনম রয়েছে। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে সজাগ ও সচেতন হতে হবে।