দুই হাতের তালু এক করে প্রণামের ভঙ্গি করলেন চন্ডিকা হাথুরুসিংহে। তারপর হাতজোড়া কপালের দিকে তুললেন। যেন সত্যি সত্যি প্রণাম জানাচ্ছেন কাউকে।
আসলে তা নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার দু–তিন দিন আগে বাংলাদেশ দলের কোচের সঙ্গে কথা হচ্ছিল বিসিবি কার্যালয়ের করিডরে। তারই এক পর্যায়ে বিশেষ একটা কিছু বোঝাতে শ্রীলঙ্কান কোচের ওই ভঙ্গি। আলোচনার বিষয় ছিল দ্য টাইগার্স কোড।
দ্য টাইগার্স কোড কয়েক পাতার একটি ছোট পুস্তিকা, যেটিকে বলতে পারেন বাংলাদেশ দলের মূলমন্ত্র। গত ভারত বিশ্বকাপের আগে গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের। সেখানেই একদিন হোটেলের মিটিং রুমে ছোটখাটো অনুষ্ঠান করে প্রত্যেক খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয় সবুজ মলাটের বইটি। সবার বোঝার সুবিধার্থে বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই আছে টাইগার্স কোড।
বিশ্বকাপে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সেটি তুলে দেন অধিনায়ক সাকিব আল হাসানের হাতে। সাকিবের হাত থেকে নিয়েছেন দলের অন্যরা। একজন করে ক্রিকেটার টাইগার্স কোড নিয়েছেন আর সতীর্থরা হাততালি দিয়ে তাঁকে অভিনন্দিত করেছেন।
এ বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে পরিচয়পত্র দৃশ্যমানভাবে বহন ও নির্ধারিত পোশাক পরিধান ব্যতীত আইনজীবীর সহকারীদের কোর্ট অঙ্গনে বা শাখাসমূহে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোর্ট অফিসার, কোর্ট কিপার ও সুপারিনটেনডেন্টদের এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে। যদি কেউ পোশাক এবং পরিচয়পত্র ছাড়া প্রবেশ করেন, তাহলে তাদের বিরুদ্ধে ‘আইনজীবী সহকারী লাইসেন্স’ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্বকাপে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সেটি তুলে দেন অধিনায়ক সাকিব আল হাসানের হাতে। সাকিবের হাত থেকে নিয়েছেন দলের অন্যরা। একজন করে ক্রিকেটার টাইগার্স কোড নিয়েছেন আর সতীর্থরা হাততালি দিয়ে তাঁকে অভিনন্দিত করেছেন।
এর পর থেকে যে খেলোয়াড়ই বাংলাদেশ দলে প্রথম আসছেন, তাঁর হাতে তুলে দেওয়া হচ্ছে টাইগার্স কোড বইটি। যেন দলে এসেই সবাই জেনে নিতে পারেন তাঁর কাছে চাওয়া, দলের মূল্যবোধ, দলে তাঁর দায়িত্ব ও কর্তব্য।
এমন নয় যে টাইগার্স কোড–এ থাকা বিষয়গুলো আগে দলের মধ্যে ছিল না। খেলোয়াড়েরা যে আনুগত্য, বিশ্বাস আর লক্ষ্য নিয়ে দলের হয়ে খেলতেন, টাইগার্স কোড–এর মোড়কে সেগুলোকে লিখিতরূপে নিয়ে আসার উদ্দেশ্য, সেই চিন্তার ছাপটা সব খেলোয়াড়ের মনে একই রকমভাবে ফেলা। দলের পক্ষে বইটি নতুন আসা ক্রিকেটারদের হাতে তুলে দেন অধিনায়ক, কোচ বা জ্যেষ্ঠ কোনো সদস্য। তাঁদের বুঝিয়েও দেন কী আছে এই বইয়ে।