প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক নাইমুল ইসলাম খান। তিনি দৈনিক ‘আমাদের নতুন সময়’ পত্রিকার ইমেরিটাস সম্পাদক।
গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নাঈমুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় (বেতন ৭৮ হাজার নির্ধারিত, এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা আছে) প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগ দেওয়ার সময় থেকে এই মেয়াদ কার্যকর হবে।