1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima
শিরোনাম :
সিরিয়ায় ‘চোরাগোপ্তা’ হামলায় ১৪ পুলিশ নিহত ৪২ ঘণ্টা পর রাঙামাটির নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের লাশ নাশকতা কি না, তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পাহাড়ে ত্রিপুরা পাড়ায় পুড়েছে ১৭ ঘর, বাসিন্দারা ছিলেন বড়দিনের উৎসবে গণপিটুনি দিয়ে চুন-বালু মেশানো এসিড পানি খাওয়ানো হয় যুবককে, পরে মৃত্যু ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যা, অভিযোগ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে আল্লাহর ওয়াস্তে দুর্নীতি-চাঁদাবাজি থেকে সরে আসুন: আসিফ মাহমুদ যাদুকাটায় পাথর-বালু উত্তোলন, ১৭ শেইভ মেশিন জব্দ জাহাজে ৭ খুন: একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা সালাউদ্দিন-আমিনুলের পরিবার বিশ্বশান্তি কামনা বড়দিনের প্রার্থনায়

প্রথম সেশনে অলআউট, যথারীতি বড় হার বাংলাদেশের

  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের মাটিতে টেস্টে ড্র বা জয় তো দূরের কথা বিন্দুমাত্র লড়াইয়ের রেকর্ড নেই বাংলাদেশের। আগে তিন ম্যাচের সবগুলোতে বড় ব্যবধানে হেরে ছিল টাইগাররা। এবারও সেই ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ।চেন্নাই টেস্টে ২৮০ রানে নাজমুল হোসেন শান্তর দলকে হারিয়েছে ভারত। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল। আলোক স্বল্পতার কারণে চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছিল একটু আগেভাগেই। রাতে বৃষ্টিও হয়। তবে চতুর্থ দিনের সকালে ছিল না বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়।মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ভারতীয় পেসারদের সামলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের ব্যাটারদের। প্রশ্ন ছিল কত সময় ঠিকতে পারবেন শান্ত-সাকিব-লিটনরা। আগের দিনের ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান।দিনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তবে সাকিবের বিদায়ের পর ভেঙে যায় সকল প্রতিরোধ। ৪ উইকেটে ১৯৪ থেকে ২৩৪ রানে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ১৪৯ রানে।

আর ভারত তাদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার পর ৪ উইকেটে ৮৭ রানে ঘোষণা করেছিল দ্বিতীয় ইনিংস। সব মিলিয়ে রোহিত-কোহলিরা জয় পেয়েছেন ২৮০ রানের বড় ব্যবধানে।চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় উইকেট না হারিয়ে পানি পানের বিরতিতে যায় বাংলাদেশ। ফিরে এসে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েন ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন অধিনায়ক নাজমুল। ১২৭ বলে ৮ চার ও ৩ ছয়ে ইংনিসটি সাজান তিনি।দ্বিতীয় ইনিংসে ভাতের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেটে শিকার করেন অশ্বিন। আর জাদেজা নেন একটি উইকেট। বাকি উইকেটটি জায়গা বুমরার দখলে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme