1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

ভারতের তামিল নাডুতে ভূমিধসে এক পরিবারের ৭ জন নিহত

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
ঘূর্ণিঝড় ফেইনজালের অবশিষ্টাংশের প্রভাবে তামিল নাডুর বিভিন্ন অংশে অতি ভারি বৃষ্টিপাত হচ্ছে।

ভারতের তামিল নাডু রাজ্যের মন্দির শহর তিরুভান্নামালাইয়ে ভূমিধসের সময় আবাসিক ভবনের ওপর বোল্ডার পড়ে সাত সদস্যের এক পরিবারের সবাই নিহত হয়েছেন। এর পরদিন শহরটিতে ফের ভূমিধসের ঘটনা ঘটেছে।

ঘূর্ণিঝড় ফেইনজালের অবশিষ্টাংশের প্রভাবে তামিল নাডুর বিভিন্ন অংশে ভারি বৃষ্টিপাত হচ্ছে। টানা ভারি বৃষ্টির পর রোববার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে আন্নামালাইয়ার পাহাড়ের নিচের দিকের ঢালে প্রথম ভূমিধসের ঘটনাটি ঘটে। পাহাড় থেকে আবাসিক ভবনের ওপর ভারী বোল্ডার পড়ে এক পরিবারের সাতজন নিহত হন।

এর পরদিন সোমবার বিকালে শহরটির এক মন্দিরের কাছে ফের ভূমিধসের ঘটনা ঘটে। দ্বিতীয় এ ভূমিধসে কেউ হতাহত হয়েছেন বলে খবর হয়নি।

চেন্নাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির বিশেষজ্ঞ টিমের সহযোগিতা নিয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কিন্তু ভারি বৃষ্টি ও পাহাড়ের ওপরে আরেকটি বোল্ডার বিপজ্জনকভাবে ঝুঁলে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ওই বোল্ডারটি যে কোনো সময় ধসে পড়ে বিপর্যয়ের কারণ হতে পারে, এ কারণে সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

শনিবার বিকালে ফেইনজাল বঙ্গোপসাগর থেকে স্থলে উঠে আসার পর থেকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যটিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সোমবারও বৃষ্টি অব্যাহত ছিল।

তামিল নাডুর উত্তরাঞ্চলীয় জেলা ভিলুপুরামে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে; বন্যার পানির স্রোতে অনেকগুলো সেতু ভেসে গেছে, এতে বহু গ্রাম ও আবাসিক এলাকায় প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে, বহু একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেল চলাচল ব্যাহত হচ্ছে।

পশ্চিম তামিল নাডুর কৃষ্ণগিরি ও ধর্মপুরী জেলার বিভিন্ন অংশেও রেকর্ড বন্যা দেখা দিয়েছে। কৃষ্ণগিরির উথানগিরিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, টানা ১৪ ঘণ্টা ধরে বৃষ্টি হওয়ার পর উথানগিরির একটি বাস স্টেশনে দাঁড় করিয়ে রাখা বড় বড় বাসসহ বহু গাড়ি বন্যার পানির স্রোতে রাস্তা থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে।

ভারতের আবহাওয়া বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশের প্রভাবে তামিল নাডুর কিছু অংশে অতি ভারি বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশটি একটি শক্তিশালী নিম্নচাপ হিসেবে এখন রাজ্যটির উত্তরাংশে অবস্থান করছে।

এটি আরও শক্তি সঞ্চয় করে মঙ্গলবারের মধ্যে কেরালার উত্তরাঞ্চল ও কর্নাটকের দক্ষিণাঞ্চল হয়ে আরব সাগরে গিয়ে হাজির হবে বলে ধারণা করা হচ্ছে। কেরালার উত্তরাঞ্চল ও কর্নাটকের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme