প্রধান বিচারপতি আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে প্রধান বিচারপতির নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন ঢাকায় স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা।
সোমবার তিনি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা বলা হয়, দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সম্প্রতি প্রধান বিচারপতি যেসব উদ্যোগ নিয়েছেন তার প্রশংসা করেছেন স্পেনের রাষ্ট্রদূত।
আশা প্রকাশ করে গ্যাব্রিয়েল সিসতিয়াগা বলেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে স্পেন কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত বলে এসময় মন্তব্য করেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি স্পেনের রাষ্ট্রদূতকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি বিচার বিভাগের আধুনিকায়ন এবং বিচার বিভাগ পৃথককরণে সুপ্রিম কোর্টের তরফে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।