1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

ভারতীয় হাই কমিশনারকে তলব

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে হাজির হয়েছেন তিনি।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনার প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার বিকাল ৪টায় ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে হাজির হয়েছেন তিনি।

এ বিষয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, “তাকে আসতে বলা হয়েছে।”বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে সভা ডেকেছিল হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের। সভা শেষে সংগঠনের ছয়জনের একটি প্রতিনিধি দল কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে।

বিবিসি বাংলার খবরে বলা বলা হয়, বাইরে থাকা কিছু হিন্দু যুবক সে সময় হঠাৎ বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিড়ে ফেলে- ঘটনাস্থল থেকে এমন কিছু ভিডিওচিত্র পাওয়া গেছে। পরে হাই কমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা।পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে পড়ার ঘটনা ‘গভীর দুঃখজনক’।

“কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও দেশের অন্যত্র উপ বা সহকারী হাই কমিশনগুলোর নিরাপত্তা বাড়াচ্ছে সরকার।”

ওই হামলার ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ হিসেবে অভিহিত করে এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ এনেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবারের এ ঘটনায় ‘ক্ষুব্ধ প্রতিক্রিয়া’ জানিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে সব কূটনৈতিক মিশন ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।একই সঙ্গে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশটিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে যাতে এমন সহিংসতামূলক ঘটনা না ঘটে সেজন্য আহ্বান জানানো হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ খবর দিয়েছে, আগরতলার ঘটনায় সাতজনকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার কে বলেছেন, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি) থানায় একটি মামলাও করেছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme