1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

সেঞ্চুরির ফিফটি ডাকছে বাংলাদেশের এই ব্যাটসম্যানকে

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ঘরোয়া ক্রিকেটে তাঁর সেঞ্চুরি করাটা এখন আর তেমন বড় খবর নয়! কাজটা যে নিয়মিত বিরতিতেই করে যাচ্ছেন এনামুল হক। বিজয় নামেই বেশি পরিচিত ব্যাটসম্যান গতকাল ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের হয়ে মোহামেডানের বিপক্ষে পেয়েছেন সর্বশেষ সেঞ্চুরিটি। অপরাজিত ১৪৯ রানের ইনিংসটা লিস্ট ‘এ’ ক্রিকেটে এনামুলের ২১তম সেঞ্চুরি। প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি মিলিয়ে যে সেঞ্চুরিটি স্বীকৃত ক্রিকেটে তাঁর ৪৮তম।

গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে যে হারে সেঞ্চুরি পাচ্ছেন এনামুল, সেই ধারা বজায় থাকলে খুব শিগগির হয়তো সেঞ্চুরির ‘ফিফটি’ করে ফেলবেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান। আর সেটি হলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবেই ‘৫০’ সেঞ্চুরির মাইলফলক ছোঁবেন এনামুল।

স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন তাঁরই। এই জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহীর হয়ে খুলনার বিপক্ষে সেঞ্চুরি করেই রেকর্ড নিজের করে নিয়েছেন এনামুল। স্বীকৃত ক্রিকেটে যেটি ছিল তাঁর ৪৭তম সেঞ্চুরি। তাতে নাঈম ইসলামের ৪৬ সেঞ্চুরির রেকর্ডকে পেছনে ফেলেন তিনি।

এনামুল নাঈমকে ছুঁয়েছিলেন গত ডিসেম্বরে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে। খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছিলেন এই ডানহাতি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি সেঞ্চুরি এনামুলের
আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি সেঞ্চুরি এনামুলেরফাইল ছবি
৪৮ সেঞ্চুরির ১০টিই এনামুল করেছেন ২০২৩ সালের মার্চ থেকে গত দুই বছরে। এ সময়ে লিস্ট ‘এ’ ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি পেয়েছেন এনামুল। অন্য ৪টি সেঞ্চুরির ২টি টি-টোয়েন্টিতে ও ২টি প্রথম শ্রেণির ক্রিকেটে। তবে পুরো ক্যারিয়ারের প্রথম শ্রেণির ক্রিকেটেই সর্বোচ্চ ২৪টি সেঞ্চুরি পেয়েছেন এনামুল। ২১টি সেঞ্চুরি লিস্ট ‘এ’তে, অন্য দুটি স্বীকৃত টি-টোয়েন্টিতে।

৪৮ সেঞ্চুরির মাত্র ৩টিই এনামুল পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তিনটি সেঞ্চুরিই ওয়ানডেতে করেছেন জাতীয় দলের হয়ে ৭৪টি ম্যাচ খেলা এনামুল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme