1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

ফেসবুকে খালেদা জিয়ার উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য, সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার ১

  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

ঢাকার সাভারের আশুলিয়ায় সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় এবাদুল ইসলাম (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বরিশালের উজিরপুরে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এবাদুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করার অভিযোগ করা হয়েছে। এবাদুল সাভারের আশুলিয়ায় একটি মসজিদের ইমাম হিসেবে কাজ করেন।

আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ‘পিনাকী-Dadabhai Pinaki’ নামের ফেসবুক পেজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় বিষয়ে লেখা প্রকাশিত হয়। এবাদুল ইসলাম তাঁর ফেসবুক আইডি ব্যবহার করে ওই লেখার কমেন্টস বক্সে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ওই দিন বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আতাউর রাহিম ফেসবুকে বিষয়টি দেখতে পান। তিনি গতকাল রাতে আশুলিয়া থানায় বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। এতে এবাদুল ইসলামের বিরুদ্ধে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্নসহ জনসাধারণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানিকর তথ্য প্রচার, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির অভিযোগ করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন প্রথম আলোকে বলেন, মামলা করার পর গতকাল রাতে অভিযান চালিয়ে বরিশালের উজিরপুর থেকে এবাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme