1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

ভারতের মতো আর কোনও দেশ বাংলাদেশের এভাবে মঙ্গল চায় না জয়শঙ্কর

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি আর কেউ চায় না:

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, “বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি আর কোনো দেশ চায় না। এটি ভারতের ডিএনএ-তে আছে।” একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, নয়াদিল্লিতে আয়োজিত নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন জয়শঙ্কর। সেখানে তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক বহু দশকের পুরোনো এবং এটি জনমুখী। আমরা আমাদের প্রতিবেশীদের সর্বোচ্চ মঙ্গল কামনা করি, বিশেষত বাংলাদেশকে ঘিরে আমাদের শুভেচ্ছা গভীর। একজন বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা চাই তারা সঠিক পথেই এগিয়ে যাক।”

বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি মৌলবাদী প্রবণতা এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসেবে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই জনগণের ম্যান্ডেট প্রদান ও নবায়ন হয়। তাই আমরা আশা করি, বাংলাদেশ সেই পথেই হাঁটবে।”

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme