আপনার প্রদত্ত তথ্য অনুযায়ী, পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ পরোয়ানা জারি করেন।
এর আগে, গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ১৭ নম্বর প্লট সায়মা ওয়াজেদ পুতুলের নামে বরাদ্দ দেন, যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।
এই মামলায় শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও আরও ১৬ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, এবং রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, ধানমন্ডি আবাসিক এলাকায় নিজেদের ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় বাড়ি বা ফ্ল্যাট থাকার পরও সেটি গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।