1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বিএনপির প্রতিনিধি দল যমুনায়

  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে এ প্রতিনিধি দলটি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলে আরও রয়েছেন—ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৈঠককে ঘিরে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনা হয় নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণার দাবিসহ বৈঠকের আলোচ্যসূচি নিয়ে। ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করছেন, শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে রাজনৈতিক সংস্কারের একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এ সুযোগকে ঘিরে কিছু দল ড. ইউনূসকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে, যাদের জনসমর্থন দুর্বল। বিএনপি চায়, খোলাখুলি কথা বলে একটি পরিষ্কার রাজনৈতিক কৌশলে অগ্রসর হতে।

প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে আসছে প্রধান উপদেষ্টা দফতর। তবে এমন সময়সীমায় পুরোপুরি আশ্বস্ত নয় বিএনপি। এ কারণেই সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে এ বৈঠকে বসেছে দলটি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme