1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

নির্বাচন কোনও অবস্থাতেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল

  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

জুনের পর নির্বাচন নয়: আইন উপদেষ্টা আসিফ নজরুল

ঢাকা, ১৬ এপ্রিল: নির্বাচন কোনও অবস্থাতেই জুনের পরে গড়াবে না বলে স্পষ্ট জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে যে বক্তব্য দিয়েছেন, সেটিই সরকারের মূল অবস্থান। কারও বেফাঁস মন্তব্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।” তিনি আরও জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে চায় এবং ক্ষমতায় থাকার উদ্দেশ্যে নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

বিএনপির সঙ্গে বৈঠকের প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “বিএনপি অধিকাংশ সংস্কারের বিষয়ে একমত। তাদের সংস্কারের একটি সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। দলটি এই বিষয়ে অত্যন্ত আন্তরিক।”

সংস্কার প্রসঙ্গে তিনি জানান, “আমরা যতটা সম্ভব সংস্কার করে নির্বাচনের পরিবেশ প্রস্তুত করতে চাই।” এছাড়া নির্বাচন পূর্ববর্তী রোডম্যাপ সম্পর্কে তিনি বলেন, “নির্বাচনের দুই মাস আগে একটি বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করা হবে।”

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme