1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

আমরা আর কত অপেক্ষা করব, প্রশ্ন গুম হওয়া বাবার সন্তানের

  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

‘১৪ বছর হয়ে গেছে আমার বাবার কোনো সন্ধান পাই নাই। পাঁচ আগস্টের পর আমরা আশায় ছিলাম হয়তো সন্ধান পাব। কিন্তু এত দিন পার হলেও বাবার কোনো হদিস আমরা পাইনি। আমরা আর কত অপেক্ষা করব, আমাদের আর কত অপেক্ষা করতে হবে।’

কান্নাবিজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন গুম হওয়া বাবার সন্তান নাবিলা নূর। গুমের শিকার হওয়া আরেক চালক কাওসারের মেয়ে লামিয়া মীম বলেন, ‘১২ বছর হয়ে গেছে আমি আমার বাবাকে চোখের দেখাও দেখতে পারিনি। আমার কি অধিকার নেই আমার বাবাকে দেখার। আমার বাবাকে যারা গুম করেছে তারা এখনো স্বাধীন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে তাদের কেন কোনো বিচার হচ্ছে না।’

আজ রোববার হাইকোর্ট সংলগ্ন মাজার গেটের সামনে জড়ো হয়ে আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের খোঁজে মানববন্ধন করেছে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’। এ সময় গুমের সঙ্গে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের শতাধিক স্বজন মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, শেখ হাসিনা পতনের আট মাস পেরিয়ে গেলেও এখনো চিহ্নিত খুনিদের বিচার করা হয়নি। যারা গুম-খুনের মাস্টারমাইন্ড তাঁরা ৫ আগস্টের পরে পালিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তাঁরা। স্বজনেরা প্রশ্ন রাখেন, এখনো গুমের শিকার পরিবারগুলোকে এভাবে বিচারের দাবিতে বিক্ষোভ করতে হবে কেন?

এ সময় উপস্থিত ছিলেন মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি, গুম থেকে ফিরে আসা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান খোকনসহ অনেকে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme