ইসরায়েলের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির বিস্তীর্ণ অঞ্চল। মধ্যাঞ্চলে শুরু হওয়া আগুন ছড়িয়ে পড়েছে রাজধানী জেরুজালেম পর্যন্ত। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
শুষ্ক ও উত্তপ্ত আবহাওয়া এবং ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস দাবানলকে আরও ভয়াবহ করে তুলেছে। ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮৯১ একর পাহাড়ি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে তেলআবিব-জেরুজালেম প্রধান সড়ক।
দাবানল নিয়ন্ত্রণে দেড় শতাধিক ফায়ার ফাইটিং টিম কাজ করলেও পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। ফায়ার সার্ভিসের একাধিক দল চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে। ফলে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল। ইতালি ও ক্রোয়েশিয়া তিনটি করে ফায়ার ফাইটিং বিমান পাঠাবে বলে জানিয়েছে। ইউক্রেনও সহায়তার আশ্বাস দিয়েছে।
জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গাভির বলেন, “উত্তর থেকে স্ট্যান্ডবাই গ্রুপ এনে ফায়ার টিমকে আরও শক্তিশালী করা হয়েছে। তবে তীব্র বাতাস বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ করেছি সুপার হারকিউলিস বিমান ব্যবস্থার জন্য, যা যেকোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম।”
এদিকে, দাবানলের কারণে বাতিল করা হয়েছে ইসরায়েলের মেমোরিয়াল ডে উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান। খালি করে ফেলা হয়েছে আশপাশের ১০টি লোকালয়, এবং আরও অনেক বাসিন্দাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যেকোনো সময় সরে যাওয়ার জন্য।