1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

ইউটিউব দেখে শিখেছে মোটরসাইকেল চুরি, প্রথম দিনই ধরা

  • আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথম চেষ্টাতেই ধরা, মাথার চুল কেটে দিলেন জনতা

ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথম চেষ্টায়ই জনতার হাতে ধরা পড়েছে দুই যুবক। চুরির চেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা জনতার কাছে ক্ষমা চাইলেও ছাড় পাননি। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের দারুশ শেফা প্রাইভেট হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

চুরির চেষ্টা ও ধরা পড়ার ঘটনা

জানা গেছে, দুই যুবক একটি লাল রঙের অ্যাপাচি মোটরসাইকেলের ঘাড়ের তালা ভেঙে ফেলেন। কিন্তু হাইড্রলিক তালা কাটতে গিয়েই স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা দুইজনকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাদের দড়ি দিয়ে বেঁধে মাথার চুল কেটে দেয়।

আটককৃত দুই যুবকের নাম রাসেল হোসেন (২০) ও মিজান হোসেন। তারা ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের বাসিন্দা। রাসেল কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং মিজান পেশায় রাজমিস্ত্রী। তাদের কাছ থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত বিশেষ চাবি উদ্ধার করা হয়েছে।

মোটরসাইকেল মালিক ও পুলিশের বক্তব্য

মোটরসাইকেলটির মালিক সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম বলেন, “আমি মোটরসাইকেলটি রেখে পাশে কাজ করছিলাম। এসে দেখি ঘাড়ের তালা ভাঙা। এরপর স্থানীয়রা জানায়, দুই চোর ধরে রেখেছে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “স্থানীয়রা দুই মোটরসাইকেল চোরকে ধরে আমাদের খবর দেয়। আমরা এসে তাদের থানায় নিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme