অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ভোলা তজুমদ্দিন উপজেলাধীন শম্ভুপুর ইউনিয়ন, ০৫নং ওয়ার্ড, দঃ খাসের হাটের দক্ষিণ পাশে ওমর আলী মাতাব্বর বাড়ির, মোঃ সুজন নামের একটি ছেলে হারানো গিয়েছে। গতকাল বিকাল পাঁচ ঘটিকার সময় । তার বয়স ১৩ বছর।
🔹 পিতার নাম: মোঃ মিজানুর রহমান
🔹 মাতার নাম: জোছনা বেগম
🔹 পরনে ছিল: একটি পাঞ্জাবি ও একটি প্যান্ট
ছেলেটি গতকাল বিকেলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়স্বজন এবং আশেপাশে বহু খোঁজাখুঁজি করেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
যদি কেউ ছেলেটির খোঁজ বা কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে:
📞 যোগাযোগ: ০১৭৩০-৮৭৫৯৭৩ / ০১৬২৪-৮০৩৩৭৫।