অপারেশন সিঁদুরের পর নিরাপত্তা ইস্যুতে এবার স্থগিত করা হয়েছে ২০২৫ সালের আইপিএল আসর। ভারত ও পাকিস্তান পরিস্থিতির কারণে বিসিসিআই আইপিএল ২০২৫ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত, এমন তথ্য পিটিআইকে নিশ্চিত করেছে বিসিসিআই। খুব শীঘ্রই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে।
নিরাপত্তার খাতিরেই গতকাল ধরমশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ পরিত্যক্তের মতো কঠিন সিদ্ধান্ত নেয় আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের মতো টুর্নামেন্টে এই ধরনের পরিস্থিতি খুব বিরল।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল আগেই বলেছিলেন যে সরকারের সাথে পরামর্শ করে পরবর্তী যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতবাসীর অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ও জাতির বৃহত্তর স্বার্থে আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনায় ক্রিকেটার, কোচিং স্টাফসহ আইপিএলের সঙ্গে জড়িত সকলের নিরাপত্তা নিশ্চিতের জন্য টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। লিগ পর্বের ১২টিসহ মোট ১৬ ম্যাচ বাকি রয়েছে ২০২৫ আইপিএলের।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিতব্য দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি নিরাপত্তাজনিত কারণে মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ বাতিলের পর থেকেই শুরু হয় জোরালো গুঞ্জন আইপিএলের বাকি অংশ আদৌ অনুষ্ঠিত হবে কি না। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে পুরো টুর্নামেন্টই স্থগিত করা হলো।