বরগুনার আমতলীতে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম জসিম মুসুল্লি, বয়স ৪০ বছর। তিনি স্থানীয় গুলিসাখালি ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের বাসিন্দা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায়। জানা যায়, জসিম দুপুরে খাবার খেয়ে নিজ জমিতে বাদাম তুলতে যান। তিনি যখন বাদাম নিয়ে বাড়ি ফেরার পথে ছিলেন, তখন হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে বজ্রপাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, জসিমের দাফন পারিবারিকভাবে সম্পন্ন হবে।