ঢাকা, ১০ মে:
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির-এর সঙ্গে আলাপ করেছেন। আলোচনায় রুবিও পাকিস্তানকে ভারতবিরোধী অভিযান বন্ধ করে শান্তিপূর্ণ অবস্থানে ফিরে আসার আহ্বান জানান।
জবাবে ইসহাক দার বলেন, পাকিস্তান উত্তেজনা কমাতে প্রস্তুত এবং একটি শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী, তবে সেটির জন্য ভারতকে সামরিক আগ্রাসন থেকে বিরত থাকতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি উত্তেজনা বাড়ায়, তবে পাকিস্তান তার চেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। এ কারণে দার মনে করেন, উত্তেজনা প্রশমনের দায়ভার মূলত ভারতের ওপরই বর্তায়।
এছাড়া মার্কো রুবিও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গেও আলাপ করেন। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, উভয় পক্ষকে সৌহার্দ্যপূর্ণ উপায়ে উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন রুবিও। তিনি বলেন, গঠনমূলক সংলাপ শুরু হলে যুক্তরাষ্ট্র তার অংশ হিসেবে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত।
বর্তমানে কাশ্মীর ও সীমান্তবর্তী অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। দুই দেশই হামলা ও পাল্টা হামলায় জড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।