জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তিনি বিক্ষোভের মুখে পড়েন। বক্তব্যের সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং এক পর্যায়ে তার মাথায় পানির বোতল নিক্ষেপ করা হয়। এতে তিনি বক্তব্য শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করেন ।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে বোতল নিক্ষেপকারীকে চিহ্নিত করা হয়। তার নাম ইশতিয়াক হোসেন, তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. তাজাম্মুল হক এ বিষয়ে বলেন, “এই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের। আমাদের এখন মূল কাজ হলো বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া আদায়। ওই শিক্ষার্থীর এসব বিষয়ে এখন মাথা ঘামানোর সময় নেই। আমাদের দাবি আদায় হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবো।”
উপদেষ্টা মাহফুজ আলম জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং তা সমাধানে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির নেতারা এ ঘটনাকে ‘নিকৃষ্ট’ বলে মন্তব্য করেছেন। তারা মনে করেন, এ ধরনের আচরণ গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী ইশতিয়াক হোসেনকে খুঁজছে। তবে এখনও তার অবস্থান নিশ্চিত করা যায়নি ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলোর সমাধান হবে এবং বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।