1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

ডেঙ্গুজ্বরে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৩

  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের বয়স ১১ থেকে ৬৫ বছরের মধ্যে।

তিনজনের মৃত্যুতে এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪০৩ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুজ্বরবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন রয়েছেন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৫২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী শঙ্কামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ১৩ হাজার ৬০৩ জন ডেঙ্গুজ্বর শঙ্কামুক্ত হয়ে ছাড়পত্র পেয়েছেন।চলতি মাসের ৭ সেপ্টেম্বর (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২০৭ জন। এর মধ্যে ৬১.৩ শতাংশ পুরুষ ও ৩৮.৭ শতাংশ নারী।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme