1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

কোভিড টেস্ট জালিয়াতি : সাহেদসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

  • আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪

রিজেন্ট হাসপাতালের ভুয়া কোভিড টেস্ট করানোর অভিযোগে দায়ের করা প্রতারণার মামলায় হাসপাতালটির চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা মহানগর হাকিম মোহনা আলমগীর অভিযোগ থেকে আসামিদের নাম বাদ দেয়ার আবেদন নাকচ করে দিয়ে এ আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন দীপায়ন বসু, অনিন্দ্য দত্ত, মাসুদ পারভেজ ও মো: মিজানুর রহমান। মামলা দায়েরের পর থেকে দীপায়ন ও অনিন্দ্য পলাতক।

মামলার বিবরণে জানা যায়, আসামিরা ঢাকা মেট্রোরেলের ৭৬ জন শ্রমিকের জন্য ভুয়া কোভিড-১৯ সনদ ইস্যু করে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই একেএসআইডি করপোরেশন লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো: রেজাউল করিম উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।

পরে ২০২১ সালের ৩০ মে থানার উপপরিদর্শক (এসআই) মো: ইয়াদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme