গত ৫ সেপ্টেম্বর ‘প্রবাসীর বাসায় ডাকাতি করল যুবদল নেতারা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংবাদে নাম আসা ও বি আজাদ চৌধুরী নাহিদ ও ওভি।
শনিবার (০৫ সেপ্টেম্বর) প্রতিবাদে বলা হয়েছে, গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ২৯ আগস্ট বৃহস্পতিবার আনুমানিক রাত ১২টার দিকে জনগণের নিরাপত্তার স্বার্থে নাখালপাড়া এলাকার ছাপরা মসজিদ সংলগ্ন ওবায়দুল কাদেরের কথিত এপিএস নুরুল করিম জুয়েলের ছোট ভাই পাভেলের বাসায় (তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ১৮/ক পশ্চিম নাখালপাড়া) আওয়ামী লীগের কিছু শীর্ষ সন্ত্রাসী ও পাভেলের অবস্থানের তথ্যের ব্যাপারে অবগত হয়ে ছাত্র-জনতা, স্থানীয় এলাকাবাসী এবং সাধারণ মানুষ বাড়ির আশপাশে বিচ্ছিন্নভাবে অবস্থান নেয়।
স্থানীয় সাধারণ জনতা গোপন সূত্রের তথ্যমতে পাভেলের বাসা থেকে তার বাসা সংলগ্ন নাখালপাড়া রিকশা গ্যারেজের মাধ্যমে রিকশা বাহিনী তৈরি করে রিকশা আন্দোলন উসকে দেয়। এর পাশাপাশি আনসারদের বিশৃঙ্খলা আন্দোলনে অর্থ সহায়তার বিষয়েও তথ্য পাওয়া যায়।উল্লেখ্য, বিদেশ থেকে নির্দেশনা দিয়ে এই বাসা থেকেই পল্লী বিদ্যুৎ সমিতির কিছু ব্যক্তিকে অর্থ সহায়তা প্রদান করে আন্দোলন উসকে দিয়ে বাংলাদেশকে ব্ল্যাকআউট করার পরিকল্পনা করা হয়।এর ধারাবাহিকতায় উৎসুক স্থানীয় জনতা, ছাত্র-জনতা ও ঢাকার বিভিন্ন স্থানের মানুষের উপস্থিতিতে তল্লাশি অভিযান পরিচালিত হয়। জনতার উপস্থিতি টের পেয়ে বাসায় অবস্থানরত আওয়ামী লীগের পাভেল বাহিনীর সন্ত্রাসী লোকজন তাৎক্ষণিক পালিয়ে যায়।তল্লাশিকালে সেখানে বিপুল পরিমাণ সরকারি পাসপোর্ট, ফাইল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির পাসপোর্টের উপস্থিতি লক্ষ করা যায়। আরও উল্লেখ্য, বাসার মধ্যে অলংকারের বেশ কিছু ফাঁকা বাক্স, ফাঁকা লাগেজ-ব্যাগ লক্ষ করা হয়। অভিযানকালে বাসার গেটম্যান ও দারোয়ান সহযোগিতা করে এবং সব মালামাল বাসার টেবিল ও রুমগুলোতে দারোয়ানের হেফাজতে রেখে এবং তাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিও চালু অবস্থায় বের হয়ে আসে।