দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের ঘটনায় ৯ সেপ্টেম্বর হত্যা মামলা করেন ছাত্রদলের এক নেতা।কুমিল্লার বুড়িচংয়ে হত্যা মামলায় আসামি করা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছেন। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার বিকালে উপজেলা সদরের বুড়িচং বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বুড়িচং থানার ওসি মো. আজিজুল হক।পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুড়িচং উপজেলায় ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি রয়েছে। একটি পক্ষের নেতাকর্মীরা উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমানের অনুসারী। আরেকটি পক্ষের নেতাকর্মীরা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
সোমবার বিকালে এই দুটি পক্ষের নেতাকর্মীরাই সংঘর্ষে জড়িয়েছে। বিএনপির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেনকে পিটিয়ে আহত করেন। পরে জাকিরকে আটক করতে পুলিশ বাড়িতে অভিযান চালালে পালানোর সময় তার মৃত্যু হয়।