1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

ফরিদপুরে অস্ত্র মামলায় সাবেক ছাত্রলীগ নেতার ১৭ বছরের কারাদণ্ড

  • আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
ফরিদপুরে অস্ত্র মামলায় সাবেক ছাত্রলীগ নেতার ১৭ বছরের কারাদণ্ড

২০১৯ সালে গোয়েন্দা পুলিশ একটি বিদেশী পিস্তলসহ ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফরকে আটক করে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. লুৎফর মোল্যাকে অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।মঙ্গলবার দুপুরে জেলার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এর রায় দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নওয়াব আলী মৃধা জানান।দাণ্ডিত ৩৫ বছর বয়সী মো. লুৎফর মোল্যা জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের গিয়াস উদ্দিন মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, গোপন সংবাদে ২০১৯ সালের ১৪ জানুয়ারি রাতে ভাঙ্গা বাজার এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে লুৎফর মোল্যাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিনসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পরে এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই জুয়েল মিয়া বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

পিপি নওয়াব আলী বলেন, আসামিকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের দুটি ধারায় ১০ বছর ও অন্য আরেকটি ধারায় ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার পর তাকে পুলিশের হেফাজতে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme