1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

নরেন্দ্র মোদিকে মমতার চিঠি তাঁদের অভ্যন্তরীণ বিষয়: শেখ হাসিনা

  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

তিস্তা চুক্তি ও গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে চিঠি দিয়েছেন, তা ‘ভারতের অভ্যন্তরীণ’ ব্যাপার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গঙ্গার পানিবণ্টন চুক্তি যদি নবায়ন না–ও হয়, তবু এ চুক্তি অব্যাহত থাকবে।

আজ মঙ্গলবার ভারত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শেখ হাসিনা। গণভবনে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়।

ভারত ও বাংলাদেশের মধ্যে গত শনিবার ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তার মধ্যে সাতটি নতুন, তিনটি পুরনো সমঝোতা স্মারক নবায়ন। গঙ্গার পানিবণ্টন এর অন্তর্গত নয়। দুই দেশের বৈঠকে ১৩ টি বিষয়ে নতুন ঘোষণা হয়েছে। গঙ্গার পানিবণ্টন নবায়ন হবে কি হবে না, হলে কীভাবে সেসব খতিয়ে দেখতে একটি কারিগরি বিষেশজ্ঞ দল গঠিত হয়েছে। আর একটি ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশের অংশের তিস্তার পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা দেখতে এক কারিগরি বিষেশজ্ঞ দল সে দেশে যাবে

তবে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন ও তিস্তা চুক্তির বিষয়ে নিজের আপত্তির কথা তুলে ধরেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এগুলো দ্বিপক্ষীয় বিষয় নয়, রাজ্যের স্বার্থ জড়িত। সেখানে রাজ্যকে বাদ দিয়ে সমঝোতা স্মারক সই হলো।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে মমতার সেই আপত্তির বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  ‘তিস্তা নিয়ে আমরা প্রকল্প নিয়েছি। তিস্তা নদীটাকে ড্রেজিং করা, পানি সংরক্ষণ এসব বিষয়ে আলোচনা হয়েছে। গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। গঙ্গার পানিবণ্টন চুক্তি যদি নবায়ন না-ও হয়, তবু এ চুক্তি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন এবং আমরাও সম্মত হয়েছি যে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে একটা টেকনিক্যাল গ্রুপ করা হবে।’

গঙ্গার পানিবণ্টন চুক্তি হয় ১৯৯৬ সালে। এর মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালে।

শেখ হাসিনা বলেন, ‘মমতা ব্যানার্জি যে চিঠি লিখেছেন তাঁর দেশের প্রধানমন্ত্রীকে, এটা তাঁদের অভ্যন্তরীণ ব্যাপার। আমার সঙ্গে ভারতের সব দলের সম্পর্ক ভালো। মমতা ব্যানার্জির সম্পর্ক ভালো আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কও ভালো। ভারতের দলমত-নির্বিশেষে আমার সঙ্গে সুসম্পর্ক আছে।’

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme