ঢাকা, ১০ মে:
সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১০ মে) সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, সেলিনা ইসলামকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সেলিনা ইসলাম আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী।
তিনি নিজেও একজন কুয়েত প্রবাসী ব্যবসায়ী। একাদশ জাতীয় সংসদে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ডিবি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অর্থ পাচার ও মানবপাচারের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।