প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টার এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেন ড. ইউনূস। দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে এটাই তার প্রথম ভাষণ। ধারণা করা হচ্ছে, ভাষণে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও বন্যার বিষয়টি প্রাধান্য পাবে।