দাবি আদায়কে কেন্দ্র করে সচিবালয়ের সামনে আনসার সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তার নিশ্চিতে সচিবালয় এলাকা ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন এলাকার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে সচিবালয় এলাকায় নেই কোনো আন্দোলনকারীর দেখা।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ের সামনের সড়কে সীমিত রয়েছে মানুষের চলাচল। রেল ভবনের দিক থেকে গুলিস্তানের দিকে এগিয়ে যেতে সচিবালয়ের সামনের সড়কে সেনাবাহিনীর একটি এপিসি রয়েছে। প্রধান ফটকে ৫ জন সেনা সদস্য ও পুলিশ সদস্য নিয়জিত রয়েছেন। আরেকটু সামনে এগিয়ে যেতেই চার গাড়ি র্যাব সদস্যদের অবস্থান এবং ঠিক তার সামনে আরেকটি সেনাবাহিনীর এপিসি কারের মাধ্যমে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
এর আগে গতকাল রোববার (২৫ আগস্ট) সকাল থেকে রাত ৯টায় পর্যন্ত চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরকে অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না বলে জানান তারা।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে বলেন, সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ঘোষণার পর রাজধানীর টিএসসি রাজু ভাস্কর্যে জমায়েত হয় শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যায়। সেখানে যাওয়ার পরই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে ডিএমপি জানিয়েছে, সোমবার (২৬ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার আশেপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের আদেশক্রমে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল (আজ) ২৬ আগস্ট ২০২৪ (সোমবার) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশেপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।