ক্ষমতার পটপরিবর্তনে পুলিশে আবারো বড় রদবদল হয়েছে। এর মধ্যে দেশের ২৪টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো: মাহাবুর রহমান শেখ।
নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া জেলাগুলো হচ্ছে- ঢাকা, গাজীপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, হবিগঞ্জ, রাজশাহী, মুন্সীগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, নাটোর, পাবনা, পটুয়াখালী, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল, রংপুর, যশোর ও নরসিংদী।
পুলিশ সদর দফতরের আহম্মদ মুঈনকে ঢাকায়, রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, পিবিআইয়ের মো: আবুল কালাম আযাদ গাজীপুরে, ডিএমপির মো: আসফিকুজ্জামান আকতারকে কুমিল্লায়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মো: ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, এটিইউয়ের রায়হান উদ্দিন খানকে চট্টগ্রামে, সিআইডির মো: বশির আহমেদকে মানিকগঞ্জে, নৌ পুলিশের মো: আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দফতরের মো: মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, রাজশাহী সারদার মো: রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলায়, নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো: আনিসুজ্জামানকে রাজশাহী ও হাইওয়ে পুলিশের মুহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সিগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া পুলিশ সদর দফতরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটে, ডিএমপির প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জে, সিআইডির মো: মারুফাত হুসাইনকে নাটোরে, নৌ পুলিশের মো: মোরতোজা আলী খানকে পাবনায়, রাজারবাগ পুলিশ টেলিকমের মো: আনোয়ার জাহিদকে পটুয়াখালীতে, ট্যুরিস্ট পুলিশের মো: তৌহিদুল আরিফকে বাগেরহাটে, রেলওয়ে পুলিশের মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জে, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মনজুর মোরশেদকে ঝিনাইদহে, নৌ-পুলিশের মিনা মাহমুদাকে মাগুরায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মো: সাইফুল ইসলাম সানতুকে টাঙ্গাইলে, ডিএমপির মো: জিয়াউদ্দিন আহম্মেদকে যশোরে এবং হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো: আব্দুল হান্নানকে নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়।