1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা আইয়ুবের

  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

তিন বাহিনীর দখলবাজিতে অশান্ত আশুলিয়া ইপিজেড’ শিরোনামে ৬ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

শনিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবাদলিপিতে তিনি প্রকাশিত সংবাদটিকে মিথ্যা ও বানোয়াট দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আইয়ুব খান বলেন, সংবাদে তার প্রসঙ্গে প্রকাশিত অংশটি অসংলগ্ন, অসংগতিপূর্ণ এবং বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে শান্তা ইন্ডাস্ট্রিজের ঝুট ব্যবসায়ী মিজানকে তার বাহিনী কারখানায় যাওয়া বন্ধ করে দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে, যা সর্বৈব মিথ্যা। ঝুট ব্যবসায়ী মিজানের সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। সুতরাং তার ব্যবসা দখলে নেওয়ার কোনো ইচ্ছা বা অনৈতিক চেষ্টা কোনোটাই তার নেই। বরং ওই মিজানের মাধ্যমে শান্তা ইন্ডাস্ট্রিজের অ্যাডভাইজার উইং কমান্ডার মাহমুদ সাহেব তাকে চায়ের আমন্ত্রণ জানালে তিনি তার সঙ্গে গিয়ে দেখা করেন এবং কুশল বিনিময় করেন মাত্র।

তিনি বলেন, আইয়ুব বাহিনী নামে তার নিজস্ব কোনো বাহিনী নেই বা এই ধরনের বাহিনী গঠনের কোনো মানসিকতাই তার নেই। সংবাদে আরো উল্লেখ করা হয়েছে , সাসা ডেনিম ইন্ডাস্ট্রিতে তিনি সশরীরে উপস্থিত থেকে ব্যবসা দখলে নেওয়ার চেষ্টা করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আইয়ুব খান চ্যালেঞ্জ করে বলেন, তিনি কখনো ব্যবসার জন্য সাসা ডেনিম ফ্যাক্টরিতে যাননি। তবে এই শিল্প প্রতিষ্ঠানের মালিক পক্ষের সাথে তার পূর্বপরিচয় রয়েছে এবং ব্যক্তিগত যোগাযোগও আছে, যা খুবই সৌহার্দ্যপূর্ণ।
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক বলেন, সংবাদে তার পক্ষে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সকলেই বিএনপির একনিষ্ঠ কর্মী এবং বিগত ১৭ বছর ধরে নির্যাতিত। যেহেতু এদের সবারই বাড়ি ঢাকা ইপিজেড সংলগ্ন, তাই তারা ইপিজেড এরিয়াতে গিয়ে থাকতে পারে। কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি, তারা কোনো সংঘাত বা সংঘর্ষে কখনোই জড়িত হয়নি। তাছাড়া প্রতিবেদন করার সময় তার কোনো বক্তব্যও নেওয়া হয়নি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme