1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

ভৈরবে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে পড়ে নারীসহ দুজন নিহত

  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রেললাইন অতিক্রম করার সময় আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সোনার বাংলা ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচল করে। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন আজ ভৈরব স্টেশন অতিক্রম করে সকাল ৮টা ৩৫ মিনিটে। স্টেশনের কাছাকাছি দুজন লাইন অতিক্রম করতে গিয়ে ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনই ছিটকে দূরে পড়ে যান। দুর্ঘটনাস্থলে নারীটির মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্য একজন।ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার মো. ইউসুফ বলেন, দুর্ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে তাঁরা দুর্ঘটনার তথ্যটি পান।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় দুজনের নাক ও মুখ থেঁতলে যায়। হাসপাতালে আনার কিছু সময় পর অপর ব্যক্তি মারা যান।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন সিকদার বলেন, মারা যাওয়া দুই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme