1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের ভেন্যুতে ঝড় বয়ে গেছে

  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে পৌঁছেছে বাংলাদেশ দল। শক্তিশালী হারিকেনের প্রভাবে হওয়া ঝড়বৃষ্টিতে শহরে নাকি অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠের বেশির ভাগ স্থাপনা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা।

২১ মে দুই দলের তিন ম্যাচ সিরিজটি হবে কী না, তা নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন ডেলা পেনা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিজের ব্যক্তিগত প্রোফাইলে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ ২১ মে শুরু হওয়ার কথা। কিন্তু হিউস্টনের ওপর দিয়ে গত বৃহস্পতিবার ঝড় বয়ে গেছে। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অস্থায়ীভাবে যেসব স্থাপনা বসানো হয়েছিল, তা ধ্বংস হয়ে গেছে।’গতকাল বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ভোরে বাংলাদেশ দল যখন হিউস্টন বিমানবন্দরে অবতরণ করে, মুষলধারে বৃষ্টি হচ্ছিল তখন। সেখানে আকাশ মেঘলা ছিল এই প্রতিবেদন লেখার সময় (হিউস্টনের সময় সকাল ১০টা)।

সিএনএন জানিয়েছে, হারিকেনের প্রভাবে হওয়া ঝড়ে হিউস্টনে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে, অনেক জায়গায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছু কিছু জায়গায় বন্যার শঙ্কাও দেখা দিয়েছে।

হিউস্টনে ঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তার গাছপালা

বাংলাদেশ দল দীর্ঘ ২৫ ঘণ্টার সফরের পর হিউস্টনে একটা দিন বিশ্রামে কাটিয়েছে। আবহাওয়া ভালো থাকলে আজ তাদের ম্যাচের ভেন্যুতে অনুশীলন করার কথা ছিল। কিন্তু যে আবহাওয়া, তাতে সেই সম্ভাবনা কম।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme