1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে স্লোভেনিয়া

  • আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া। বৃহস্পতিবার (৩০ মে) দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরে বলা হয়েছে, লুবলিয়ানায় এক সংবাদ সম্মেলনে রবার্ট গোলোব বলেন, স্লোভেনিয়া সরকার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

খবরে আরো বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৪টা থেকে সংসদের অধিবেশন শুরু হবে। মূলত গাজায় সঙ্ঘাতের অবসান ও ইসরাইলের ওপর চাপ প্রয়োগে বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে দেশটি।তবে স্লোভেনিয়ার এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ। তিনি বলেন, তারা (স্লোভেনিয়া) হত্যা ও ধর্ষণের জন্য হামাসকে পুরস্কৃত করছে। এতে ইসরাইলের চিরশত্রু ইরানকে শক্তিশালী করা হচ্ছে এবং স্লোভেনিয়া ও ইসরাইলি জনগণের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ক্ষতিগ্রস্ত করেছে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ মে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme