1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

ইন্দোনেশিয়ায় দেড় লাখ পবিত্র কোরআন উপহার পাঠাল সৌদি আরব

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সৌদি আরবের ১,৫০,০০০ কপি কোরআন ইন্দোনেশিয়ায় পাঠানো, জাকার্তায় বিশেষ প্রদর্শনী

সৌদি আরবের ইসলামিক বিষয়ক প্রচার ও নির্দেশনা মন্ত্রণালয় সম্প্রতি মদিনার কিং ফাহাদ কুরআন মুদ্রণ পরিষদের মাধ্যমে ১,৫০,০০০ কপি পবিত্র কোরআন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রেরণ করেছে। বিশ্বজুড়ে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি প্রচারের লক্ষ্যে এটি সৌদি মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই কোরআনসমূহ ইন্দোনেশিয়ার বৃহত্তম মসজিদ, ইস্তিকলাল গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিতব্য ‘জেসুর’ (JESUR) নামক বিশেষ প্রদর্শনীতে স্থান পাবে। ১৪৪৬ হিজরির ২৬ শাওয়াল থেকে শুরু হয়ে দুই সপ্তাহব্যাপী চলবে এই আয়োজন। সৌদি ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় এবং জাকার্তায় সৌদি দূতাবাসের যৌথ সহযোগিতায় প্রদর্শনীটি বাস্তবায়িত হচ্ছে।

প্রদর্শনীর মূল লক্ষ্য হলো সৌদি আরবের ইসলাম ও মুসলিম সেবায় অবদান, হজ ব্যবস্থাপনা, এবং কোরআন প্রচার কার্যক্রম তুলে ধরা। দর্শনার্থীরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইন্টারেক্টিভ অভিজ্ঞতা লাভ করবেন এবং সৌদি সংস্কৃতি ও পরিচয়ের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে ‘ভিশন ২০৩০’-এর অধীনে সৌদি আরবের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিশদ বিবরণও উপস্থাপন করা হবে।

কিং ফাহাদ কুরআন মুদ্রণ পরিষদ প্রদর্শনীতে কুরআনের নতুন ও বৈচিত্র্যময় সংস্করণ, বিভিন্ন ভাষায় অনুবাদ এবং আধুনিক মুদ্রণ প্রযুক্তির উদাহরণও তুলে ধরবে। এই আয়োজন মুসলিম ও অমুসলিম দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে, সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme